নিউজ ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে নিশানা করে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন, একাত্তরে পাকিস্তানের সেনাপ্রধান আত্মসমর্পণ করেছিল। আর এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে।
আজ সোমবার পেট্রাপোল সীমান্তে এক সভায় বাংলাদেশ বিরোধী এসব কথা বলেন শুভেন্দু।
তিনি বলেন, বাংলাদেশ জঙ্গিদের দেশ। এ দেশ থেকে হু হু করে অনুপ্রবেশকারী ঢুকছে। তাদের চিহ্নিত করা হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, একাত্তরে পাকিস্তানের সেনাপ্রধান আত্মসমর্পণ করেছিল। আর এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। ভারত শুধুমাত্র একটা দেশ নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র।
এ সময় তিনি বাংলাদেশে পণ্য পরিবহণ বন্ধেরও হুঁশিয়ারি দেন।
এদিকে শুভেন্দুর এসব বক্তব্যের সমালোচনা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, শুভেন্দু অধিকারীর মতো অসংযমী বক্তব্য কারও রাখা উচিত নয়। বিশেষ করে যারা কেন্দ্রের শাসক দলে রয়েছে।
এদিকে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দল ও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে মমতা বলেছিলেন, বাংলাদেশ নিয়ে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তিনি তার সঙ্গে আছেন।
এর আগে বুধবার ভারতের পার্লামেন্ট লোকসভার অধিবেশেনের ফাঁকে বাংলাদেশ প্রসঙ্গে প্রায় একই কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাদেশের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছিলেন।