1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশন, ইউকে এর উদ্যোগে এসোসিয়েশনের নিজ অফিসে এক আলোচনা সভা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দুই পর্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালনা করেন ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজা ও শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে হাকিম তেলোয়াত করেন মিলানো জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা জোনায়েদ সোবহান। সভায় সভাপতিত্ব করেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের সম্মানিত ট্রাস্টি ব‍্য‍ারিস্টার আবুল মনসুর শাহজাহান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ বারকিং এন্ড ডেগেনহাম এর সম্মানিত মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, নিউহাম বারার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, বারকিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কেবিনেট মেম্বার ফর এনফোর্সমেন্ট এন্ড কমিউনিটি সেফটি, কাউন্সিলর মুজিবুর রহমান, লন্ডন বারা অফ নিউহাম। জনাব গোলাম মোস্তফা, সভাপতি যুক্তরাজ্য উদীচী শিল্প গোষ্টি। এছাডা জনাব ইঞ্জিনিয়ার আলামগীর, উপদেষ্টা জিসিএ। এছাডাও মুক্তিযুদ্ধা কামাল দেওয়ান, বিশিস্ট নাট্যকার তাপস চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর আলোচনায় অংশ গ্রহন করেন মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর মুজিবুর রহমান, গোলাম মোস্তফা, মুক্তিযুদ্ধ এর সংগঠক জিসিএ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলামগীর, এছাডাও মুক্তিযুদ্ধা দেওয়ান গাজী।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যরিসটার আবুল মনসুর শাহজাহান, শওকত মাহমুদ টিপু, মোহাম্মাদ কায়সার, মাসুদুর রহমান, কুতুবুল আলম, রাজ্জাকুল হায়দার বাপ্পী, শওকত উসমান, নরুন নবী, আসমা আলম, ডাক্তার মিফতাউল জান্নাত প্রমুখ।

কবিতা আবৃতিতে অংশ গ্রহন করেন, লুনা তানজিনা, আসমা আলাম ও মোহাম্মাদ আলী রেজা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বেশ কিছু সংখ্যক শিশুরা অংশহ গ্রহন করেন। অনুষ্ঠানে বিজইয়ীদের পুরস্কিত করা হয়। নরুন নবীর সঞ্ছালনায় পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শম্পা দেওয়ান, নরুন নবী, মাহবুবুল আলাম সায়েদ, শওকত মাহমুদ টিপু, মীর রাশেদ আহমেদ প্রমুখ।

সভার শুরুতে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসী বাঙ্গালিদের সাহসী ভুমিকা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের গুরুত্ব আমদের করনীয় নিয়ে আলকপাত হয়।

বক্তারা প্রবাসে নুতন প্রজন্মের কাছে, নিজ নিজ পরিবারের সন্তানদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহজভাবে তুলে ধরতে অভিবাবকদের প্রতি আহবান জানান। তারা বাংলাদেশ সম্পর্কে জানতে না পারলে আগামীতে প্রবাসে নুতন প্রজন্ম চিন্তা চেতনার দিক থেকে বাংলাদেশ থেকে বিছিন্ন হয়ে পডবে।

শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর ধনে ধন্য পুস্পে ভরা গান টি সমবেত কন্ঠে পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝