মোস্তাক আহমেদ (বাবু) রংপুর।
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ,রংপুরের পীরগাছা উপজেলার পাওটনা খেকে,রংপুর গামী ডিসি রোডটি নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্বর জমিনে গিয়ে দেখা যায়ঃ এলাকাবাসী জানিয়েছেন নামেই শুধু রাস্তা সংস্কার কাজ চলছে। বাস্তবে কাজের নিয়ম মানছে না ঠিকাদার। কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী। রংপুর ডিভিশনের অধীনে সড়কটির। সংস্কারের কাজটির টেন্ডার চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করতে পারেনি। দীর্ঘদিন ধরে কাজ না করায় ভোগা- ন্তিতে পড়তে হয়েছে এলাবাসীর। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদার মহল,পীরগাছা উপজে- লায়,যে সমস্ত রাস্তাগুলোতে,সংস্কারের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, সেগুলো উপকরন মূলত একেবারেই নিম্নমানের। তাই বিরক্ত এলাবাকাসী,রাস্তার কাজ নামে চলছে নয়ছই অবস্থা । দেরিতে কাজ শুরু করেছে ঠিকা দার সড়কের মূল ঠিকাদা র-কে তা-জানা যায়নি,গণমাধ্যম কর্মীর সঙ্গে যার কথাহয়ে -ছিল উনার নাম রাসেল মিয়া,স্থানীয়দের ভাষ্যমতে সড়ক বিভাগ সঠিকভাবে তদারকি না করায় সড়কের এমন হাল। তড়িঘড়ি করে এগোচ্ছে সব কাজ,সাধারণ মানুষের মনে প্রশ্ন সড়কটি টিকসই নিয়ে। যেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের টুকরো,রাস্তাটির কাজের বিষয়ে স্থানীয় কয়েকজন জানান,তরিঘড়ি করে রাস্তাটির সংস্কার কাজ চলছে। যার ফলে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করছে। এতে করে রাস্তাটি বেশি দিন টিকসই হবে না বলেও জানান স্থানীয় মানুষ।
উল্লেখ্য যেঃ পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের পাটনা থেকে,রংপুরগামী ডিসিরোড সংস্কার নামের কাজটি নিয়ে অনেকেই বিভিন্ন খারাপ মন্তব্য করছেন। আমি নিজে -ও রাস্তার কাজটি পরিদর্শন করে দেখেছি তারা যে,নিম্নমা- নের সামগ্রী তাতে ব্যবহার করছে তার চিত্রপট তুলে ধরা হয়েছে। এতে বর্তমান সরকারের ভাবমূর্তি খুন্ন হয়েছে বলে ও মন্তব্য করেন সাধারণ মানুষ। তাই কর্তৃপক্ষ রাস্তাটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন এমটাই চাওয়া নাম প্রকাশে অনিশ্চুক এই স্থানীয় জনপ্রতিনিধির।
এ বিষয়ে ঃ পীরগাছা উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক সুমন-কে রাস্তাটির কাজের অনিয়মের কথা ফোনে অনেকেই জানিয়েছেন। আমি উপজেলা প্রকৌশলী- কে বিষয়টি অবগতির জন্য মোটোফোনে অনেকবার চেষ্টা করার পরও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। কারণ ওনার ফোন সুইচড অফ ছিল। তাই এলাকা বাঁশির দাবি অনুসারে তদন্ত সাপেক্ষে,সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ মানুষ।