মোস্তাক আহমেদ (বাবু) রংপুর।
রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের নিরা- পত্তা সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণে,সকল সাংবাদিকদের নিয়ে প্রস্তাবিত সাধারণ আলোচনা সভা ও পিকনিকের আয়োজন করা হয় ।
রংপুর মেডিকেল পূর্ব গেট চিকলির পার্কের সাগর পাড়ায় জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত) সাধারণ আলোচনা সভাটি সকল জেলা ও উপজেলা থেকে আসা সাংবাদিক গ্রামগঞ্জের অবহেলিত সাংবাদিকদের নিয়েসাংবাদিক ইউ- নিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি গত ১১/ ০১/ ২০২৫ ইং রোজ শনিবার সময়,১১ঘটিকায় আহ্বায়ক কমি- টির সদস্য সচিব মোঃ লিটন মিয়ার সঞ্চালনায় ও,মোঃ মেহেদী হাসান মুনের পরিচালনায়,সিনিয়র ও প্রবীণ সাংবা- দিকদের নেতৃত্বে। এবং বিভিন্ন জেলা থেকে আসা সাংবাদিক সহ,সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠানটি সুশৃংখল ও সুন্দর পরিবেশে সফলভাবে পরিচালিত হয়েছে। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিয়ে আলোচনায় বক্তারা বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। আলোচনায় বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী সরকার সিনিয়র সদস্য লোকমান ফারুক,সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবলা,সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লুলু,ইউনিয়নের সদস্য রায়হান বারী ইউ- নিয়নের সদস্য ও দৈনিক দাবানলের বার্তা সম্পাদক জিএম মোঃ জয়,হাফিজুর রহমান মানিক,ইয়াছিন আলী,আহসান হাবীব মিলন,মিজানুর রহমান,গংগাচড়া উপজেলা শাখার আহ্বায়ক,আব্দুল আলীম প্রামানিক,গংগাচড়া উপজেলা শাখার সদস্য সচিব বাবুল মিয়া,আসাদুজ্জামান রিপন বর্ণালী জামান বর্ণা,রানু মিয়া,এম.এ বারী ইউনিয়নের যুগ্ম সদস্য সচিব রবিউল ইসলাম,নূরে আলম চৌধুরী,গোলাম মোস্তফা,অঞ্জন সরকার,এম.এ বারী,শিল্পী আকতার, বেলায়েত হোসেন ও পীরগাছা উপজেলা আহ্বায়ক মোস্তাক আহমেদ (বাবু) সদস্য সচিব আলমগীর হোসেন পাটোয়ারী প্রমুখ। সাধারণ সভায় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বিশদ আলোচনা সাপেক্ষে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।
উল্লেখ্য যে,বর্তমানে যে সকল সাংবাদিক ফরম ডি পূরণ করেনি,তাদেরকে আগামী ৩০,জানুয়ারি’র মধ্যে ফরম পূবণ করতে হবে। এই আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে,প্রতিটি উপ -জেলায় ৩০,দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা অফিসে প্রদান করা। সভায় সর্বসম্মতি ক্রমে জেলা সাংবাদি -ক ইউনিয়নের আগামী সাধারণ সভাটি বাস্তবায়নের লক্ষ্যে বদ্ধপরিক বলে গণ্য করা হয়েছে।
এ বিষয়ে,উপদেষ্টা এম এ সাঈদ চৌধুরী,দৈনিক নতুন স্বপ্নর প্রকাশক ও সম্পাদক,তিনি বলেন সকল সাংবাদিকদেরকে একই ছায়া তলে আসা,অতি জরুরী বলে মনে করেন তিনি, এবং উনার সভাপতিত্বে সকল সাংবাদিকদের সু-স্বাস্থ্য মঙ্গল কামনা করে,আলোচনা সভাটি সমাপ্তি ঘোষণা করা হয়।