মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
আজ মঙ্গলবার (১৪জানুয়ারি) বিকেলে ৭ নং ওয়ার্ড এলাকায় সাভার পৌর ও থানা ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি। কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পৌরসভার ভেতরে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। পৌরসভা এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ হওয়াতে পরবর্তীতে উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। আমাদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বিএনপি সবসময়ই জনগণের দুঃসময়ে পাশে ছিল এবং থাকবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষকে ভালবাসেন। তিনি এদেশের মানুষকে নিয়ে চিন্তা চেতনা ওনার পরিকল্পনা সাড়ে ১৫ বছরে ওনি সাজিয়েছেন। মানুষের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসাসহ সমস্ত ক্ষেত্রে আমল পরিবর্তন করতে চায়।
তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে দেশকে নতুনভাবে সাজাতে চায়। এদেশে অতীতের ন্যায় বিএনপি রাজনীতি করবে না। বিএনপি নতুন ধারার রাজনীতি করবে। যে ধারার রাজনীতি হবে মানুষের কল্যাণে, মানুষের উপকারে ও মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার রাজনীতি। সেই ধারার রাজনীতি বিএনপি আগামী দিনে করবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ হযরত আলী ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা রাশেদুল জামান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃইয়ার রহমান উজ্জল, বিএনপি নেতা ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান,সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম, সাভার পৌর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি,সাভার পৌর যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, হাজী আব্দুল গফুর বাবুল সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী,সাভার পৌর যুবদল নেতা মোঃ সোহেল রানা, সাভার পৌর যুবদল নেতা মোঃ হেলাল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।