1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে ঊম্মাহ এইড নেটওয়ার্কের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে সুদুর ঢাকা থেকে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ঊম্মাহ এইড নেটওয়ার্ক। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় হোগলাবুনিয়া ৮২ নং পশ্চিম সানকি ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল, টুপি এবং শীতের চাদর বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল করিম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন তানবিন রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊম্মাহ এইড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য মো. আলাউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার অমিত মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, রেজাউল করিম, আব্দুর রহিম, মো. ইলিয়াস মোল্লাসহ স্থানীয় বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলাউদ্দিন মজুমদার বলেন, “শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করেছি এই উদ্যোগের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা কমিয়ে আনতে।”
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম বলেন, “ঊম্মাহ এইড নেটওয়ার্কের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, তারা এভাবে সারা দেশে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”
উল্লেখ্য, ঊম্মাহ এইড নেটওয়ার্ক ২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ, নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপনসহ অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কর্মসূচির মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও রয়েছে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষা সহায়তা।
সংগঠনটির এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝