1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

বদলগাছীতে সরকারি গাছ কেটে আত্মসাৎ করে বিক্রির অভিযোগ, এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসেন অপু বিশেষ প্রতিনিধি,নওগাঁ:

বদলগাছীতে সরকারি গাছ কেটে আত্মসাৎ করে বিক্রির অভিযোগ, এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জেলার বদলগাছী উপজেলার সদর ইউপির ভাতশাইলে সরকারি গাছ কেটে আত্মসাৎ করে বিক্রি করার অভিযোগ উঠেছে সদর ইউপির ০২ ওয়ার্ডের ভাতশাইল ইটাপাড়া( ইটকড়া) গ্রামের আরশাদের পুত্র উজ্জ্বল এবং ভাতশাইল দেওয়ান পাড়ার দবির এর পুত্র বেলাল ও আলাই এর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, বদলগাছী সদর ইউপির চাকরাইল হতে শুরু করে ভাতশাইল আবাদপুর পর্যন্ত রাস্তার দুপাশে আকাশমণি, মেহগনি, আমসহ বিভিন্ন রকমের বৃক্ষ রোপণ করেন বদলগাছী বন বিভাগ।

তম্মধ্যে ২৫ জানুয়ারী রবিবার ভাতশাইল ইটাপাড়া(ইটকড়া) গ্রামের উজ্বল এবং ভাতশাইল দেওয়ান পাড়ার বেলাল ও আলাই এর নামে বন বিভাগের রোপণকৃত বৃক্ষ হতে ৩ টি আকাশমণি বৃক্ষ কেটে বিক্রি করার অভিযোগ তোলে ঐ গ্রামের গ্রামবাসী।

অভিযোগের ভিত্তিতে ভাতশাইল ইটাপাড়া(ইটকড়া) গ্রামে সরিজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পূর্ব পাশ্বের ৩ টি আকাশমণি বৃক্ষ কাটা।
রবিবার নামপ্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানান, উজ্জ্বলএই গাছ কেটে বিক্রি করেছে। তার সাথে আরও দুইজন আছেন যাদের নাম বেলাল ও আলাই। যারা আপন দুইভাই। এই তিনজনের কাজই হলো বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু চুরি করে বিক্রি করা। আর চুরির টাকা পেলেই তা দিয়ে মাদকদ্রব্য সেবন করা।
এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল এর সাথে কথা বলতে তার বাড়িতে গেলে তার সন্ধান পাওয়া যায় নি।

তবে এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল এর স্ত্রী জানান, ভাই সে ভুল করে ফেলেন আর কোনো দিন করবে না। আপনার স্বামী ইতোপূর্বেও এমন কাজ করেছে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আউয়াল চৌধুরী পুলক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সকালে পরিষদে আসার সময় দেখে এসেছি গাছের ডালপালা কাটছিলো কিন্তু গাছ কেটে বিক্রি করছে এ বিষয়ে জানতাম না আপনাদের কাছ থেকেই জানলাম। আমি তাদের সাথে এ বিষয়ে কথা বলছি।

২৬ জানুয়ারী সোমবার সরিজমিনে গিয়ে উক্ত বিষয়ে ভাতশাইল দেওয়ান পাড়ার দবির এর পুত্র বেলাল ও আলাই এর সাথে কথা বলতে তার বাড়িতে গেলে বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যায় নি।
২৬ জানুয়ারী সোমবার সরিজমিনে গিয়ে উক্ত বিষয়ে নামনপ্রকাশে অনিচ্ছুক বেলাল ও আলাই এর পাশ্ববর্তীর কাছে জানতে চাইলে তারা জানান, আজ সকালে সরকারী গাছ কেটে বিক্রি করার পর থেকে তাদের দেখা যাচ্ছে না।
উক্ত বিষয়ে বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে জানাচ্ছি।

জানতে চেয়ে এ বিষয়ে বদলগাছী বন বিভাগ কর্মকর্তার সহিত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের কথা আপনাদের কাছ থেকে জানলাম। আমি অফিস থেকে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ বিষয়ে খোঁজ নিয়ে বন বিভাগ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝