মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ:
র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন মুক্তাগাছাগামী মহাসড়কের উত্তর পাশে ‘ইমাম লাইব্রেরী’ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ১। মোঃ গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, ২। মোঃ মিলন হোসেন (৩২), পিতা-মোঃ দুলাল হোসেন, উভয় সাং-উত্তর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়‘কে ৯৮০ (নয়শত আশি) পিস নেশা জাতীয় (Buprenorphine Injection) ও ০৩ টি মোবাইল ফোন (সিমসহ) গ্রেফতার করে। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১,৯৬,০০০ (এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।