1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

নওগাঁয় বিনামূল্যে অসচ্ছল ৫০ টি গর্ভবতী মা পেলেন গরুর দুধ।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
Oplus_131072

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গরুর দুধ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি ক্যাডেট স্কুলে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় মোস্তাফিজুর রহমান শিশির গরুর দুধ বিতরণ করেন।

এসময় ৪০টি গ্রামে ৫০ জন গর্ভবতী মাকে ৪ কেজি করে দুধ দেন তিনি। বিনামূল্যে গরুর দুধ পেয়ে খুশি মা ও তাদের স্বজনরা উপজেলার পরমানন্দপুর গ্রামের গৃহবধূ শাকিলা আক্তার বলেন, দিনমজুর দরিদ্র স্বামী। বাজারে দুধ প্রায় ৭০ টাকা কেজি। এত দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব না। প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছি। বিনামূল্যে ৪ কেজি দুধ পেয়েছি। যা আমার জন্য খুবই উপকারী হবে।বসন্তপুর গ্রামের গৃহবধূ জনি বেগম বলেন বলেন, আমার মেয়ের প্রথম সন্তান হবে। জামাইয়ের পরিবার দরিদ্র। কষ্টে সংসার চলে। যে দুধ পেলাম মেয়ের জন্য শরীরে পুষ্টির জোগান দেবে।মোস্তাফিজুর রহমান শিশির বলেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের অসচ্ছল গর্ভবতী মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন। সুস্থ সন্তান জন্মদানে পুষ্টির বিষয়ে অনেকে সচেতন না।

আধাইপুর ইউনিয়নের ৪০টি গ্রামের ৫০ জন অসচ্ছল গর্ভবতী মাকে মাসে ৪ কেজি করে গরুর দুধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি সন্তান সুস্থতায় তাদের অন্যান্য বিষয়ে সহযোগিতা করা হবে। সমাজে অনেক বৃত্তবান আছেন তারাও উৎসাহিত হয়ে আগামীতে এগিয়ে আসবেন বলে আশাবাদী।

এসময় মোস্তাফিজুর রহমান শিশিরের বাবা মজিবর রহমান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লু হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেলে রানা ও ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝